ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
দুবাইয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: ‘শেখ হাসিনা সরকার বার বার দরকার’ এই স্লোগানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘৩ নভেম্বর জেল হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে স্থানীয় ব্লুস্কাই হোটেল হল রুমে দুবাই আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী সফিকুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর।
 
এ সভা পরিচালনা করেন, দুবাই আওয়ামী লীগের সেক্রেটারি মইনুল হোসেন মইন। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পৌকশলী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী হাসান ভূঁইয়া।

এছাড়া, সভায় বক্তব্য রাখেন, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমেদ রুমেল, সহ-সভাপতি সোহরাব হোসেন টুটুল, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মীর, আজমান আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন, আজমান আওয়ামী লীগের সেক্রেটারি রাসেল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক সৈবাল বড়ুয়া, দুবাই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার মহুরী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি জয়নুল আবেদিন, দফতর সম্পাদক সুজিল হক ইকবাল, প্রচার সম্পাদক রফিক, অর্থ সম্পাদক জুনাযেদ, ক্রীড়া সম্পাদক রনি আলম রানা, সাকিল আহমদ।

এসময় বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান অপরিসীম। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ৩ নভেম্বর বাঙালি জাতির জন্য একটি কালো দিন। কারাগারের ভেতরে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ