ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের বার্ষিক কর্মী সম্মেলন

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের বার্ষিক কর্মী সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জন সচেতনমূলক বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে স্থানীয় কর্নেশ পার্কে আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে বার্ষিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, মঈন উদ্দিন, মনিরুল ইসলাম, বেলায়ত হোসেন হিরু, তাওহিদুল ইসলাম ফিরোজসহ আরো অনেকে।



সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রতিটি সৈনিককে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যেতে হবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ স্থান থেকে কাজ করে যেতে হবে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ