ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে আরএকে স্কুলে জেএসসি-পিএসসিতে শতভাগ পাস

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
আমিরাতে আরএকে স্কুলে জেএসসি-পিএসসিতে শতভাগ পাস বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে জেএসসি ও পিএসসি পরীক্ষায় রাস-আল-খাইমাহ বাংলাদেশ ইসলামি স্কুল অ্যান্ড কলেজ এ বছরও শতভাগ সফলতা অর্জন করেছে।

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলমিয়া স্কুল অ্যান্ড কলেজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা বাংলানিউজকে এ খবর জানান।



আমিরাতের রাস-আল-খাইমাহ বাংলাদেশ ইসলামি স্কুল অ্যান্ড কলেজে প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৩ জন জিপিএ-৫, ১৬ জন এ, অবশিষ্ট ৬ জন এ মাইনাস পায়।

প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরিক্ষায় ৩৬ জন পরিক্ষার্থী মধ্যে ৯ জন জিপিএ-৫, ১ জন এ, অবশিষ্ট ২৬ জন এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ