ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বন্যার বিশেষ সঙ্গীত সন্ধ্যা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
আমিরাতে বন্যার বিশেষ সঙ্গীত সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার বিশেষ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আবুধাবির বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এ বিশেষ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

  

সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান, দুবাই কন্স্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান, দূতাবাসের শ্রম সচিব আমান চৌধুরী, অধ্যাপক জমির চৌধুরী, ইফতেখার হোসেন বাবুল, প্রকৌশলী রফিক সিকদার, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ কমিউনিটি নেতা ও সংস্কৃতিপ্রেমী প্রবাসী বাংলাদেশীরা।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ