ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশি দুই স্কুলের শতভাগ সাফল্য

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ১, ২০১৫
আমিরাতে বাংলাদেশি দুই স্কুলের শতভাগ সাফল্য

আমিরাত: চলতি বছর সংযুক্ত আরব আমিরাত থেকে এসএসসি পরীক্ষায় দু’টি স্কুলে শতভাগ সাফল্য অর্জন করেছে।

এর মধ্যে আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

এছাড় ১৫ জন ‘এ’ গ্রেড ও একজন ‘এ-’ গ্রেড পেয়েছে।

আবুধাবি বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

অন্য দিকে, সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমা শহরের বাংলাদেশ ইসলামিয়া স্কুল অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ একজন, আটজন ‘এ’ গ্রেড, দুইজন ‘এ-’ ও পাঁচজন ‘বি’ গ্রেড পেয়েছে।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন রাস আল খাইমা ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ