ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আমিরাতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দেশটির রাজধানী আবুধাবির ফুটল্যান্ড হোটেলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।

যুবলীগ নেতার তোফায়েল আহমদ সেলিম চৌধুরীর পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন আবুধাবি যুবলীগের বিদায়ী সভাপতি বশির ভূঁইয়া।

এ সময় আমিরাতের সাতটি প্রাদেশিক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে ফের বশির ভুঁইয়াকে সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে সরোয়ার আলমকে সাধারণ সম্পাদক ও আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতারা যুবলীগকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ