ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের অভিষেক

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আমিরাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।
 
মঙ্গলবার (১৯ জানুয়ারি) আমিরাতের রাস আল খাইমাহ  গ্র্যান্ড হোটেলের বল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।



সংগঠনের সাধারণ সম্পাদক জয়নুল হকের পরিচালনায় নব নির্বাচিত সভাপতি এম এ মুছার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন,  আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।  

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের  ভারপ্রাপ্ত কনস্যাল জেনারেল ড. একেএম রফিক আহম্মদ।

অন্যদের মধ্যে আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দীন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপদেষ্টা চেয়ারম্যান আলী আকবর চৌধুরী, সাবেক সভাপতি সি এম আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান ওসমান গনি, উপদেষ্টা এনামুল হক, সভাপতি নাজিম উদ্দীন, আকতার হোসেন, খোরশেদ মোবারক, মোহাম্মদ মহিউদ্দীন, নুর হোসেন, দেলোয়ার, আব্দুল হাকিম, শাহা আলম, প্রৌকশলী মহিউদ্দীন বেলাল বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ