ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আমিরাতে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আল বায়ইতি হোটেল হলরুমে অনুষ্ঠিত এ সভায় শারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীরের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেহ উদ্দিন আহমেদ।



এম আবু তাহের ভূঁইয়া ও সিরাজ উদ-দৌলার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।

প্রকৌশলী মোহাম্মদ আবুজাফর চৌধুরী, মোহাম্মদ নুরুল আবছার, অধ্যাপক এম, এ ছবুর, আমির হোসেন, ইউসুফ মিয়া, আরশাদ হোসেন হিরু, মোহাম্মদ ওসমান, নজরুল ইসলাম, অনুত্তর বডুয়া, প্রকৌশলী মোর্শেদ চোধুরী, শৈবাল বডুয়া, প্রকৌশলী রাসেল আহম্মেদ, শাহীন টিটু প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

বাংরাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ