ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ‘ওয়াক ফর এডুকেশন’ র‌্যালিতে বাংলাদেশি তরুণরা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
আমিরাতে ‘ওয়াক ফর এডুকেশন’ র‌্যালিতে বাংলাদেশি তরুণরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে প্রতি বছরের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেয়ারস এবারও আয়োজন করেছে ‘ওয়াক ফর এডুকেশন’ নামে বিশেষ র‌্যালির।

আর এই বিশেষ র‌্যালিতে লাল সবুজ পতাকা হাতে ২য় বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি ১২ তরুণ।



শুক্রবার (০৪ মার্চ ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দুবাই ক্রিক পার্কে এ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে প্রায় ১০ হাজার নিবন্ধনকারী অংশ নেন। এ সময় তারা দুবাই কেয়ারস লোগো যুক্ত একটি টি-শার্ট ও ক্যাপ টি-শার্ট পরিধান করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের থেকে ৩০ দিরহাম করে নেওয়া হয়। যা বিশ্বের ৩৮টি উন্নয়নশীল দেশে  ১কোটি ৩০ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে ব্যয় করবে দুবাই কেয়ারস।

জমকালো এই আয়োজনে অ্যান্টিভাইরাস বিডি টিম বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ