ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ১৩৮টি পাবলিক স্কুলে সিসি ক্যামেরা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আমিরাতে ১৩৮টি পাবলিক স্কুলে সিসি ক্যামেরা

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ১৩৮টি পাবলিক স্কুল ৯ হাজার ৩শ’ গোপন ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হয়েছে।

আবুধাবী এডুকেশন কাউন্সিল এ সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

আগামী জুলাইয়ের মধ্যেই আরোও ৭৩টি স্কুল সিসি ক্যামেরার আওতায় আসবে। আর ২০১৭ সালের মধ্যে আমিরাতের সব স্কুলে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হবে।

আবুধাবী এডুকেশন কাউন্সিল জানায়, শিশুদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তায় বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

আবুধাবীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচালক মুহাম্মদ ইউনুস বলেন, আমিরাতের পাবলিক স্কুলে ছাত্রদের মারামারি এবং অন্য অপরাধ থেকে নিরাপত্তা বিধানের পরিকল্পনার অংশ এটি। আগামী জুলাইয়ের মধ্যেই আরো ৭৩টি স্কুলে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হবে।

তিনি জানান, স্কুলের মহল, সিঁড়ি, খেলার মাঠ, খেলাধুলা হল, বাস স্টপেজ ও স্কুল ভবনের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

মুহাম্মদ ইউনুস আরও বলেন, এই প্রকল্প আবুধাবী পুলিশ এবং জাতীয় জরুরি অবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬/আপডেট:১৫৪৩ ঘণ্টা
এইচএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ