ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) আবুধাবির একটি হোটেলের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

সভায় পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কেটে উৎসবের অংশ নেয় প্রবাসী শিশুরা।

সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- পরিষদের সিনিয়র সহ-সভাপতি এমরাদ হোসেন ইমু, শওকত আকবর, মহিউদ্দিন, মনিরুল ইসলাম, গোলাম কাদের ইফতি, আলাউদ্দিন, তওহিদুল ইসলাম ফিরুজ, রফিকু ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ