ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সমিতির নববর্ষ উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আমিরাতে বাংলাদেশ সমিতির নববর্ষ উদযাপন

দুবাই: সংযুক্ত আরব আমিরাত ফুজিরা বাংলাদেশ সমিতির উদ্যোগে নানান আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৩।
এ উপলক্ষে বনভোজন ও বৈশাখী উৎসব করে সংগঠনটি।


শুক্রবার (১৫ এপ্রিল) দুবাই মামজার পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এ অনুষ্ঠানে খেলাধুলা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ছিলো অন্যতম।
মাহবুবুল হক মাহাবুবের পরিচালনায় আলোচনায় সভাপতিত্ব করেন, ফুজিরা বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার রানা জ্যোতি চাকমা।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বখতেয়ার উল ইসলাম, নাসিরুল ইসলাম, বেলাল হোসেন, আবুল কাসেম, রতন কুমার বালা, হারুনুর রশীদ, হাজী মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ তারিক, মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ