ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে দ্বিতীয় বারের মতো কোরআন প্রতিযোগিতা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আমিরাতে দ্বিতীয় বারের মতো কোরআন প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে রমজান মাসব্যাপী পবিত্র কোরআন প্রতিযোগিতা।

শনিবার (১১ জুন) রাজধানী আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের মিলানায়তনে প্রতিযোগিতার বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।

এতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

মোস্তাফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

সাধারণ সম্পাদক এস এম গণির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,  বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, মাহবুব, মাওলানা ফজলুল আজীমসহ অনেকে।

আমিরাতে এ প্রতিযোগিতা পেয়ে অভিভাবকেরা বেশ খুশি। এই কোরআন প্রতিযোগিতা নিয়মিত করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তারা।

অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আরআইইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ