ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আহাদ ফাউন্ডেশনের অভিষেক

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
আমিরাতে আহাদ ফাউন্ডেশনের অভিষেক

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (০৮জুলাই) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল এস. বদিরুজ্জামান।

সাধারণ সম্পাদক ইসমাইল গনী চৌধুরীর পরিচালনায় সংগঠনের সভাপতি মোস্তফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের শ্রম সচিব মিজানুর রহমান, আহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি নেতা অধ্যাপক এম এ সবুর, আলহাজ আল মামুন সরকার ও হাফেজ আব্দুল হক।

ব্যবসায়ী আব্দুল আলীম, সিআইপি জাকির হোসেন চুট্টু, প্রকৌশলী জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, হাজি শফিকুল ইসলাম, শাহ মোহাম্মদ মাকসুদ, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, জাহিদ হোসেন পারবেজ, প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ