ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ভারতীয় ৩ জেলে নিখোঁজ

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আমিরাতে ভারতীয় ৩ জেলে নিখোঁজ

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভারতীয় তিন জেলে।

শুক্রবার (১২ আগস্ট) সংবাদ মাধ্যমকে বিষয়টি জানানো হয়।

এর আগে শারজাহ থেকে গত মঙ্গলবার (০২ আগস্ট)  সমুদ্রে মাছ ধরতে যায় তারা।
 
নিখোঁজ জেলেরা হলেন, তামিল নাড়ু দক্ষিণ ভারতীয় রাজ্যের কন্যাকুমারী জেলার রবার্ট পারতালোমি, সেলভাম জোসেফ এবং ভারতের থিরুনেলভেলি জেলার ভিয়াগুলা আর্নল্ড।

তারা গত (০৪ এপ্রিল) চার মাস আগে শারজায় তাদের নতুন কাজে যোগদান করেন।

ভারত ভিত্তিক আন্তর্জাতিক জেলেদের উন্নয়ন ট্রাস্টের এক কর্মকর্তা জানান, তামিলনাড়ু রাজ্য সরকার ইতোমধ্যে নিখোঁজদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ