ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
দুবাইয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাতে দেরা দুবাই ফোনিক্স হোটেল হল রুমে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি আবুল হোসেন।

দোয়া মাহফিলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাতে সফরত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনুছ গনি চৌধুরী।

আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফাহাদ আলীর পরিচালনায় মুহাম্মদ সেলিম উদ্দিন আল-কাদেরির কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত-সভাপতি কাজী মোহাম্মদ আলি, আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, আমিরাত স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মুহাম্মদ ইসমাইল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সু প্রকাশ বড়ুয়া সুকু প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন- মুহাম্মদ আতিকুর রহমান, কামাল মোল্লাহ, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ বিল্লাল, মুহাম্মদ সাইফুল্লাহ, মীর মুহাম্মদ খালেদ, সালাউদ্দিন, রিনকু, হাসান মুরাদ, ইমামুল হক বাদল, মুহাম্মদ জাহেদ চৌধুরী, মুহাম্মদ তসলিম, মীর মুহাম্মদ, সামির ইসলাম সবুজ, আমির হোসেন, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সেলিম, মোস্তাফা, তাজুদ্দিন চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহম্মদ আলী, মুহাম্মদ হানিফ, আলহাজ্ব শফিউল আজম, শাহরিয়ার হোসেন, আহছানুর হক আনসার, দেলোয়ার আহম্মদ প্রমুখ।

পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যগণ সহ ১৫ ও ২১শে আগস্ট শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ