ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে সোনা জিতলেন বাংলাদেশি সুমন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
দুবাইয়ে সোনা জিতলেন বাংলাদেশি সুমন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে লটারির মাধ্যমে স্বর্ণ জিতলেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ সুমন বাদশাহ।

দুবাই কারামা সেন্টারের স্কাই জুয়েলার্সে রোববার (২৮ আগস্ট) ১২৫ গ্রাম স্বর্ণ মুহাম্মদ সুমন বাদশার হাতে তুলে দেওয়া হয়।

সুমন বাংলানিউজকে বলেন, আমি গত ২৩ আগস্ট স্কাই জুয়েলার্স থেকে ৯৫০ দিরহামের স্বর্ণ নিয়েছিলাম। এ সময় আমাকে একটি লটারি দেওয়া হয়। সেই লটারিতেই ১২৫ গ্রাম স্বর্ণ জিতলাম।

প্রবাসে এ ধরনের অর্জন আরও বেশি আনন্দের বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ