ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে অসুস্থ হয়ে পড়লেন নায়িকা শাহান‍ূর

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
আমিরাতে অসুস্থ হয়ে পড়লেন নায়িকা শাহান‍ূর শাহানূর

আবুধাবি: আমেরিকা থেকে ফেরার পথে আমিরাতের রাজধানী আবুধাবী এয়ারপোর্টে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলা চলচ্চিত্র নায়িকা শাহানূর।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে আবুধাবি এয়ারপোর্ট হাসপাতালের একটি সূত্র থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) আমেরিকা থেকে ফেরার পথে রাতে যাত্রা বিরতি কালে এই নায়িকা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তাকে বহনকারী ইত্তেহাদ এয়ারলাইন্সের উড়োজাহাজটি তাকে ফেলে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করলে নায়িকা শাহানুর আরো বেশি বিপাকে পরেন। এ সময় এয়ারপোর্টের অভ্যন্তরে নায়িকা কোনো বাংলাদেশির দেখা বা সহায়তা পাননি।

ইত্তেহাদ কর্তৃপক্ষও তার সঙ্গে কোনো সৌজন্যতা না দেখিয়ে নতুন টিকিট ক্রয় করে ডেস্টিনেশন চেঞ্জ করার জন্য বলা হয়।

এ সময় কোনো এয়ারলাইন্সের সিট খালি না থাকায় শাহানুর এক প্রকার আটকা পরেন আবুধাবী এয়ারপোর্টে। মাঝরাতে অসুস্থ শাহনূরের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে পড়লে এয়ারপোর্ট হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

এ রিপোর্ট লেখা সময়ে নায়িকা এয়ারপোর্ট অভ্যন্তরে ইত্তেহাদ এয়ারলাইন্সের তত্বাবধানে ছিলেন বলে জানা গেছে।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ইত্তেহাদ এয়ারলাইন্স রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে নায়িকা শাহনুরকে বাংলাদেশ পৌঁছে দেবেন।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ