ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ দূতাবাস-কনস্যুলেটে ৩ দিনের ছুটি

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
আমিরাতে বাংলাদেশ দূতাবাস-কনস্যুলেটে ৩ দিনের ছুটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

 

আগামী রোববার (১১ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে এ ছুটি দেওয়া হয়েছে। আগামী (১৪ সেপ্টেম্বর) বুধবার থেকে পুনরায় অফিসের সব ধরনের সেবা কার্যক্রম চালু হবে।

ছুটি থাকা অবস্থায় কনস্যুলেট জেনারেলের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও জানান সচিব মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বের ৮, ২০১৬
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ