ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আঞ্জুমানে আল-ইসলাহের মিলাদ মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
আমিরাতে আঞ্জুমানে আল-ইসলাহের মিলাদ মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাত আঞ্জুমানে আল-ইসলাহ আল-আইন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আল-আইন আল-মোরাবাহ পুলিশ স্টেশনের বিপরীতে অবস্থিত আলাউদ্দিন কনভেনশন সেন্টার হল রুমে এ মিলাদ অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে আল-ইসলাহ আল-আইন শাখার সভাপতি হাফেজ ক্বারি জহির আলীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সভাপতি মাওলানা আব্দুল রাজ্জাক।

আঞ্জুমানে আল ইসলাহ আল-আইন শাখার সাধারণ সম্পাদক ক্বারি বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ক্বারি জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত আঞ্জুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারি মতিউর রহমান।
 
বিশেষ অতিথি ছিলেন আমিরাতের আঞ্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা জয়নুল আবদীন, আঞ্জুমানে আল-ইসলাহ শারজাহ শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান চৌধুরী ও আঞ্জুমানে আল-ইসলাহ আজমান শাখার সভাপতি মাওলানা আব্দুস শাকুর।

মাহফিলে না’তে রাসুল পরিবেশন করেন আঞ্জুমানে আল-ইসলাহ আল-আইন প্রচার সম্পাদক মুহাম্মদ আলী হোসেন, সহ-প্রচার সম্পাদক মিটন আহম্মদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন আমিরাত লতিফিয়া শিল্পী গোষ্ঠী।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, মুহাম্মদ শিফন আহম্মদ, আব্দুল জলিল, মাওলানা আমির হোসেন ও মাওলানা জাহাঙ্গীর চৌধুরী মামুন।

এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুস ছামাদ, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মুহাম্মদ কাছা উদ্দিন, রহমত আলী, মুহাম্মদ লোকমান হোসেন আনু, মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ হারুন আহম্মদ, মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ শাহাদাৎ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আমিন হোসেন, শামশুল ইসলাম জাহাঙ্গীর, জাবেদুল ইসলাম জুনাইদ, আতাউর রহমান ও সৈয়দ আব্দুল কাদের।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এজি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ