ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘একগুচ্ছ ভালোবাসা’র মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
‘একগুচ্ছ ভালোবাসা’র মোড়ক উন্মোচন

কুষ্টিয়া: কবি রোকনুজ্জামান সাজু'র প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘একগুচ্ছ ভালোবাসা’র মোড়ক উন্মোচন হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির নিচতলায় রোটারি গ্যালারিতে অরিন সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া শাখার আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন ড. শহিদুর রহমান।

অরিন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেলী পারভীন ঝুমুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী মহিলা কলেজের অধ্যাপক ড. অজয় মৈত্র।  

এসময় বক্তব্য দেন কবি ও লেখক আলম আরা জুঁই, মানবাধিকার কর্মী সৈয়দা হাবিবা, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কারশেদ আলম, গণমাধ্যম কর্মী হাসান আলী, অ্যাড. আবু সাইদ, অ্যাড. সুব্রত চক্রবর্তী, অ্যাড. তোফাজ্জেল হোসেন, কবি ও লেখক হামিদুল ইসলাম, অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কবি জসিম উল্লাহ, কবি আখতারুজ্জামান চিরু, লেখক রেজাউল হক প্রমুখ।

এসময় কবি, শিল্পী, সাহিত্যিক, গল্পকার, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সংগঠকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।