ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঘাটের কথা: গোয়ালন্দ 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ঘাটের কথা: গোয়ালন্দ 

যে ঘাট ও স্টেশন আজ কালের গর্ভে, সেই ঘাট ও স্টেশনকে কেন্দ্র করে বহুকাল আগের গড়ে ওঠা গোয়ালন্দের এ এক স্মৃতি-বিস্মৃতির কথামালা। রেলপূর্ব সময়কাল এবং রেল আসার পর, কেমন ছিল সেকালের গোয়ালন্দ? পদ্মার বুকে ভেসে চলা এবং গোয়ালন্দ রুটে চলাচলকারী স্টিমার ও পথের স্বরূপইবা কেমন ছিল? প্রমত্ত পদ্মার খেয়ালী আচরণে কীভাবে বদলে গেছে গোয়ালন্দের মানচিত্র? এসব ইতিহাস জানা নেই নতুন ও পুরাতন প্রজন্মের অনেকেরই।

 

প্রবীণ সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও আমলাদের স্মৃতি রোমন্থন এবং সেকালের পত্র-পত্রিকায় গোয়ালন্দের ইতিহাসের প্রায় একশত বছরের খণ্ড খণ্ড চিত্র পাওয়া যাবে এ গ্রন্থে। লিখেছেন গবেষক হোসাইন মোহাম্মদ জাকি, প্রকাশক: ঐতিহ্য, মুদ্রিত মূল্য: ১৭০ টাকা। পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার প্যাভিলিয়ন-২২ ও রকমারীতে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।