ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মহাকবি কায়কোবাদের ১৬৬তম জন্মদিনে নবাবগঞ্জে গুণীজন সম্মাননা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
মহাকবি কায়কোবাদের ১৬৬তম জন্মদিনে নবাবগঞ্জে গুণীজন সম্মাননা 

নবাবগঞ্জ (ঢাকা): মহাকবি কায়কোবাদের ১৬৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির জন্মস্থান নবাবগঞ্জে গুণীজন সম্মাননা দেওয়া  হয়েছে।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামের মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে কবির স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদে আয়োজিত অনুষ্ঠানে নবাবগঞ্জের আট গুণীজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।  

গুণীজনরা হলেন- প্রাক্তন গণপরিষদ সদস্য আবু মো. সুবিদ আলী টিপু, প্রাক্তন শিক্ষক মাহমুদ আলী খান টুলু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. আবু মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন প্রযোজক জামিউর রহমান লেবন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহা, কবি এম করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ইতালী প্রবাসী আগলা গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ সাহা এ অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বক্তব্য দেন।  

মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. খলীলুর রহমানের সভাপতিত্বে ও মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ সদস্য মো. মনির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মোজাম্মেল হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার উদ্দিন কাজল, সাধারণ সম্পাদক মহীদুর রহমান পলাশ, সমাজকর্মী অ্যাডভোকেট একেএম নাসির উদ্দিন, সত্যজিৎ সাহা, মোবারক হোসেন, বিশ্বজিৎ সাহা, আবুল কালাম আজাদ, ডিএম মামুন, রঞ্জিত কুমার মণ্ডল প্রমুখ।  

কবির জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়।

কবি ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ খ্রিস্টাব্দে ২১ জুলাই বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি  ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।