ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দিল্লিতে সার্ক রাইটার্স ফেস্টিভালে অংশ নিচ্ছেন বাংলাদেশের লেখকরা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
দিল্লিতে সার্ক রাইটার্স ফেস্টিভালে অংশ নিচ্ছেন বাংলাদেশের লেখকরা

ঢাকা: ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত ‘ফস্বয়াল (FOSWAL) লিটারেচার ফেস্টিভাল’-এ যোগ দিচ্ছেন বাংলাদেশের কয়েকজন কবি-লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আগামী ২৬-২৮ মার্চ ২০২৩ তিনদিনব্যাপী ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে এই সম্মিলন।

 

এবারের সম্মিলনে যোগ দিচ্ছেন ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউএসএ, ভুটান, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের লেখকরা।  

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক কবি ওবায়েদ আকাশ, কবি ভাগ্যধন বড়ুয়া, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি কামরুল হাসান, সানাউল হক, আশরাফ জুয়েল, সেঁজুতি বড়ুয়া, অজয় কুমার রায় প্রমুখ।  

পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট লেখক অজিত কাউরের নেতৃত্বে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে প্রায় দেড় দশক ধরে। একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচার ফেস্টিভালের যৌথ উদ্যোক্তা। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, শিল্পকলাসহ সংস্কৃতির নানান বিষয় নিয়ে তাদের কার্যক্রম রয়েছে। তিন দিনে অন্তত ২৩টি অধিবেশনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।   

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।