ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মৌলভীবাজারে স্বনন সাহিত্য উৎসব শুরু ২৯ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
মৌলভীবাজারে স্বনন সাহিত্য উৎসব শুরু ২৯ সেপ্টেম্বর

মৌলভীবাজার: আগামী ২৯-৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারে অনু্ষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘স্বনন’ সাহিত্য সাংস্কৃতিক উৎসব-২০২৩। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ মান্নান।

সেই সঙ্গে থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকরা।

মৌলভীবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে এ উৎসবটি অনুষ্ঠিত হবে।  

উৎসবের প্রথম দিন ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে পর্ব ভিত্তিক আলোচনা, কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই দিন সন্ধ্যায় মৌলভীবাজারের প্রখ্যাত ‘চিরন্তনী’ লোকগানের দল সঙ্গীত পরিবেশন করবে।

উৎসবের শেষ দিন ৩০ সেপ্টেম্বর ‘অরণ্যে কবিতা ভ্রমণ’ প্রাণ প্রকৃতির নিবিড় হরিৎ অরণ্যে চলবে দিনভর কবিতাযাপন। এবার উৎসবে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘স্বনন 

সাহিত্য পুরস্কার’-২০২৩ পাচ্ছেন কবি ও প্রাবন্ধিক স্বপন নাথ।

উৎসবের আহ্বায়ক ও স্বনন সম্পাদক সুনীল শৈশব বলেন, এবার উৎসবের স্লোগান ‘শব্দের জাগরণে একটি সংস্কৃতিবান্ধব অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের উচ্চারিত শব্দ হোক মা ও মাটির কল্যাণে’। উৎসবে সংস্কৃতিপ্রিয় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।