ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

২৩-২৫ জানুয়ারি ঢাকায় বসছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
২৩-২৫ জানুয়ারি ঢাকায় বসছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

ঢাকা: আগামী ২৩-২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। এবারের এই সম্মেলন রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সম্মেলনে আয়োজক সংস্থা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক তানিয়া মান্নান বলেন, এবারের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধন করবেন সঙ্গীতগুণি ফাহমিদা খাতুন। ২৩ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় ‘এই কথাটা ধরে রাখিস- মুক্তি তোরে পেতেই হবে’ বোধনসঙ্গীতের মাধ্যমে এবারের আয়োজন শুরু হবে। পরে সন্ধ্যা ৫টায় প্রদীপ প্রজ্বালন ও অশীর্বাণী অনুষ্ঠিত হবে। সম্মেলনের তিন দিনেরই সান্ধ্য-অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন, রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে।

তিনি আরো জানান, ৪৩তম অধিবেশনের দ্বিতীয় দিন সকালে রাখা হয়েছে সঙ্গীতানুষ্ঠান। একইদিন বিকাল ৪টায় ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার রাখা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি মফিদুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ফখরুল আলম এবং সেই প্রবন্ধের ওপর আলোচনা করবেন আলম খোরশেদ ও হামীম কামরুল হক। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, রবিরশ্মি, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।

তানিয়া মান্নান আরো জানান, সম্মলনের তৃতীয় দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। এরপর বিকাল সাড়ে ৩টায় শ্যামলিস্থ এস ও এস শিশুপল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিকাল সাড়ে ৪টায় ছায়ানটে শুরু হবে সমাপনী অধিবেশন। সমাপনী অধিবেশনে থাকছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের এ যাবতৎকাল পরিচালিত কার্যক্রমের উপস্থাপনা। পাশাপাশি অনুষ্ঠানে রবীন্দ্রপদক দিয়ে গুণি সম্মাননা জানানো হবে সঙ্গীতগুণি পাপিয়া সারোয়ারকে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পর্দা নামবে ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের।

এবারের সম্মেলনে দেশের নানা অঞ্চল থেকে পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক সমাগত হবে বলে আশা করছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। সম্মেলন উপলক্ষে প্রতিবারের মতো এবারও রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা প্রবন্ধের সংকলন ‘সঙ্গীত সংস্কৃতি’ বের করা হবে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি ড. সারোয়ার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভপতি বুলবুল ইসলাম, লাইসা আহমেদ লিসা, আমিনুল হক বাবুল।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।