ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় ফজল হাসানের অনুবাদে দুটি গল্প সংকলন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বইমেলায় ফজল হাসানের অনুবাদে দুটি গল্প সংকলন

অমর একুশে গ্রন্থমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে ফজল হাসানের অনুবাদে প্রকাশিত হবে ‘চীনের শ্রেষ্ঠ গল্প’ এবং ‘নির্বাচিত ম্যান বুকার বিজয়ীদের সেরা গল্প’।

বাংলা ভাষায় অনূদিত চীনা সাহিত্যের অধিক পরিচিত লু স্যুন, গাও ঝিংজিয়ান এবং মো ইয়ান ছাড়াও—ইউ ডাফু, ইয়ে সেংটাও, লিন ইউতাং, পিং সিন, লিং শুহুয়া, ডিং লিং ও আই য়ু সহ মোট কুড়িজন চৈনিক গল্পকারের গল্প থাকছে চীনের শ্রেষ্ঠ গল্প বইটিতে।



ম্যান বুকার বিজয়ী লেখকদের বাছাইকৃত গল্পের অনুবাদ নিয়ে ফজল হাসানের অন্য বইটি। ভি এস নাইপল, জন বার্গার, নাডিন গর্ডিমার, জে এম কোয়েৎজি ও কিংসলে অ্যামিস সহ তেরজন ম্যান বুকার বিজয়ী লেখকের মোট চৌদ্দটি গল্প স্থান পেয়েছে এ বইটিতে।

বই দুটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। আসছে বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে বই দুটি পাওয়া যাবে।



বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।