মেলায় এসেছে লেখক ও সাংবাদিক শান্তনু চৌধুরীর উপন্যাস ‘ফিরে এসো’। প্রকাশ করেছে উৎস প্রকাশন।
ফিরে এসো অতি সাধারণ এক যুবক ও যুবতীর আদিম প্রেমের উপন্যাস। বইটির নায়ক অয়ন। নায়িকা ইরা। তাহলে শীলা-শমিতা-মানসী-উপমা এরা কারা? শুরু থেকে শেষ পর্যন্ত নানা বর্ণনা আর বিশেষণে লেখক এঁকেছেন এক একটি দৃশ্য। আছে জীবনের নানা রহস্যের খোঁজ, প্রেম আর কাম।
বইটির ভূমিকায় প্রখ্যাত রম্য লেখক ও কাটুর্নিস্ট আহসান হাবীব বলেছেন, ‘সাংবাদিক হিসেবে শান্তনু গণমানুষের কাছাকাছি থাকেন বলেই তাদের জীবন থেকে সরাসরি নিয়ে অনেক কিছু লিখে ফেলতে পারেন। ’
১৯৯৯ সালে শান্তনু চৌধুরীর সাংবাদিকতা পেশার শুরু সাথে সাথে গল্প, কবিতাও সমান তালে লিখে যাচ্ছেন। ফিরে এসো ছাড়াও তার আরো তিনটি বই বের হয়েছে। ‘বিখ্যাতদের মজার সাক্ষাতকার’, ‘তারার অন্তরালে’, ‘প্রথম চিঠি (গল্পগ্রন্থ)।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে উৎস প্রকাশন এর ১১৬-১১৭-১১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫