বরিশাল: ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী।
১৮৯৯ সালের এই দিনে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোড) অবস্থিত কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে রক্ষিত কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি তপংঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক পার্থ সারথি সহ প্রমুখ।
এছাড়া কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল ও সর্বানন্দ ভবনে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী ‘জীবনানন্দ উৎসব-২০১৫’ এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবে আলোচনা সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, বিতর্ক ও আবৃত্তি ও সম্মাননা প্রদান কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫