ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু হয়েছে।

রোববার (০১মার্চ থেকে ০৩ মার্চ) পর্যন্ত এ মেলা চলবে।

উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় গ্রামীণ এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলাকে ঘিরে উপজেলায় বইছে উৎসবের আমেজ। নবরুপে সেজেছে কবির বাড়ির আশপাশের এলাকা।

সুকান্ত সেবা সংঘের পরিচালক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার বাংলানিউজকে জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে কবির পৈত‍ৃক ভিটায় তৃতীয় বারের মতো মেলা বসেছে।

কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী রাস্ট্রীয়ভাবে পালনের দাবি জানান তিনি।

আমতলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ হান্নান হোসেন বাংলানিউজকে জানান, দেশে যে চলমান সহিংসতা চলছে। তার কোনো প্রভাব এ মেলায় পড়বে না। আশাকরি প্রতি বছরের মতো এ বছরও আনন্দমুখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে।

কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি শেখ আয়নাল হোসেন বাংলানিউজকে জানান, আমি চাইবো সরকার কবির স্মৃতিকে ধরে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে কবির পৈতৃক ভিটায় একটি পর্যটন কেন্দ্র ও একটি আধুনিক লাইব্রেরি  গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে কবিকে তুলে ধরবেন।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয় সুধীজনদের সহযোগিতায় উপজেলা প্রশাসন কবির স্মৃতিকে ধরে রাখার জন্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী।

১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন তিনি। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।