ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রেম বয়ে যাক | ইকবাল মাহফুজ

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
প্রেম বয়ে যাক | ইকবাল মাহফুজ

তুলে রাখা ঘৃণাটুকু ছড়িয়ে পড়ুক
নুয়ে পড়া কৃষ্ণচূড়ার ক্ষুব্ধ হাওয়ায়
বাতাস ভেঙে বেড়িয়ে আসুক সবটা আবেগ
সেই আশা-প্রেম, দুয়ারে যে ডাক দিয়ে যায়।

তোমার জন্য জমিয়ে রাখা শ্রদ্ধাটুকু
নিজের মতই ছড়িয়ে পড়ে বুকের ভেতর
ছড়িয়ে পড়ে পুবাল হাওয়ার দমকানিতেও
অবাক হয়ে তাকিয়ে থাকি কিসের এ স্বর।



প্রেমের ভাঁজেই ঘৃণা থাকে আগলে কপাট
ঘৃণা থাকে পলাশ ফুলের রক্তচূড়ায়
কেউ বলে যায় ঘৃণাটুকু দাও ছড়িয়ে
স্বপ্নখেকো সব পিশাচের বুকের ডেরায়।

বুকের ভাঁজে প্রেমটুকু হয় শহীদ মিনার
প্রেম বয়ে যায় আমার ভাইয়ের চরণ ছুঁয়ে
আমি বলি বুক পেতে দাও বুক পেতে দাও
প্রেম বয়ে যাক তোমার বুকের রক্ত ধুয়ে!



বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।