ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঘুরে দাঁড়ানোর জারী | শিমুল সালাহ্উদ্দিন

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
ঘুরে দাঁড়ানোর জারী | শিমুল সালাহ্উদ্দিন

বুকে গভীর ক্ষত
বুকে গভীর ক্ষত, ইতস্তত করছি যে তোতলামী
কেমন করে মনের কথা বলব খুলে আমি—

মনে সাহস যে নাই
মনে সাহস যে নাই, কী করি ছাই, এই পোড়া দেশে
পোড়ে মানুষ, মরে মানুষ, খুঁড়ি—কবর বিনা দোষে—
আমি কার কাছে যাই
আমি কার কাছে যাই, আছে সবাই, নিজের নিজের তালে
আগে নিজের আখের গোছাই, পরে, যা আছে কপালে—

হবে একটা কিছু
হবে একটা কিছু, কিছুমিছু, দুনিয়া দুইদিনের
বেশি টাকায় টাকা কিনে কিস্তি দিই ঋণের—

হায়রে স্বাধীনতা
হায়রে স্বাধীনতা, যা-তা, অধীনতাই সার
হুজুর হুজুর করা ছাড়া চারদিকই আন্ধার—

মন মানে না যে
মন মানে না যে, হগ্গলকাজে চিক্কুর দিবার চায়
প্রতিবাদী মইরা গেছে, মরছে হের-ও মায়—

মরছে চেতনার বাপ
মরছে চেতনার বাপ, মন ভরা পাপ, জারি তো বাণিজ্য
মুজিব বাবায় বাঁইচা থাকলে করত রে ত্যাজ্য—

(আজ) তুই ভোক্তা কেবল
তুই ভোক্তা কেবল, বড়ই দুর্বল ভোগবাদী তাই
রক্ত দিয়া দেশ কিনছো, এখন, কোনও Say নাই—

যাক রসাতলে,
যাক রসাতলে, ভূমণ্ডলে, আছে অনেক দেশ
দেশটা বেঁচতে পারলে পাবা ক্যাশ আর ক্যাশ—

তোমায় ঠেকাবে কে?
তোমায় ঠেকাবে কে, এই জগতে তুমি কর্পোরেট
অধীন লোকের কাছে বেঁচো ‘স্বাধীন’এর কন্সেপ্ট—

বেঁচো একাত্তর
বেঁচো একাত্তর, কী সুন্দর, আটকায় না কিছুতে
বুকের ভেতর বিবেক কাঁদে, নামিস না নিচুতে—

তুই নিঃস্ব হবি
তুই নিঃস্ব হবি, উড়াল দিবি, মা’র বুক খালি করে
মায়ের কোলে মাথা রাখার, কপাল যাবে পুড়ে—

হবি দেশছাড়া
হবি দেশছাড়া, বাস্তুহারা, উদ্বাস্তু একজনা
নিজেই নিজের ছবি তুই চিনবি না চিনবি না—

বল উপায় কী!
বল উপায় কী, নাগরিক, উপায় একটা আছে
দেশ বাঁচানোর উপায় আছে তোমার নিজের কাছে—

এছাড়া গতি তো নাই
আর গতি তো নাই, আসেন সবাই ভালোবাসি ভাই
দেশের শত্রু বিনাশ করে দেশটারে বাঁচাই—

যারা শেয়াল কুকুর
যারা শেয়াল কুকুর লুটেরা-চোর শোষক-চোষক যারা
রাজনীতির নামে কেবল দখলের পাঁয়তারা—

তারাই প্রথম শত্রু
তারা প্রথম শত্রু, তাদের মুখোশ প্রথম খুলতে হবে
আপনি চেতন হলে, তারাই লেজটা গুটিয়ে পালাবে—

নব্য বেনিয়ারা
নব্য বেনিয়ারা, মুখে তারা, কত যে আপন
মিঠা মিঠা কথা বলে, বাড়ায় পরিজন—

চামে পকেট কাটে
চামে পকেট কাটে, ভরা হাঁটে, আমরা বোকা জাতি
একটু চিনে নিয়ে, এবার তাদের মারো বুকে লাথি—

ছুটবে দিগ্বিদিক,
ছুটবে দিগ্বিদিক, পাবে না ঠিক, কোন-ই আশ্রয়
মানুষ জাগলে অমানুষদের হবে পরাজয়—

বলেন জয় বাংলা
বলেন জয় বাংলা, বুড়ো আংলার জারী হলো শেষ
নতুন করে যুদ্ধে নামেন,(সত্যি সত্যি) স্বাধীন করেন দেশ।



বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।