ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজবাড়ীতে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার বাছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
রাজবাড়ীতে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার বাছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: সংগীত ও নৃত্যে সেরা প্রতিভা অন্বেষণে ‘রাজবাড়ী সেরাদের সেরা’-২০১৫’ প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী আহসান কবীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনিরুল হক।

এতে সভাপতিত্ব করেন, রাজবাড়ী ডিজিটাল সাউন্ড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম (মঈন) ও উপস্থাপনা করেন মো. হাবিবুর রহমান হাবিব।

ডিজিটাল সাউন্ড মিডিয়ার আয়োজনে এ প্রতিযোগিতার বাছাইয়ে জেলার ৫ উপজেলা থেকে বিভিন্ন বয়সীরা সংগীত ও নৃত্য দুই বিভাগে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।