ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | সরদার ফারুক

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
দুটি কবিতা | সরদার ফারুক

গানের ওস্তাদ
___________________________________

      সিগারেট ঠোঁটে না লাগিয়ে
      হাত মুঠো করে টানতেন মিজান মেম্বার
      নটীপাড়া জুড়ে শোরগোল পড়ে যেত, হোন্ডা অ্যাটলাস
      পেয়ারা গাছের নিচে থামতেই—
      তিনি জানতেন—‘কখন ফুটেছে কলি, প্রথম কলি...’
      গোঁফ-না-গজানো কিশোরের দল, তখনও সাহস ধিকিধিকি
      আগুনের কুঁড়ি—পেছনের দরোজা খুঁজেছে
      ফিরে এসে আবার দেখেছে নতুন বিদ্যালয়
      শিক্ষিকার মত তারাও ফ্যাকাসে
      শিমূলের ডালে একলা কোকিল, সে-ই ছিল গানের ওস্তাদ


গীটার
___________________________________

      সব কাজ দশে মিলে হয়? কিছু কাজ দুজনের
      কিছু কিছু শুধুই একার
      খুব রাতে যদি গীটার বাজাই, কম্বলের ওমে
      তন্দুরের গনগনে স্মৃতি—
      ঝাঁপি থেকে উঁকি দেয় বিষদাঁত-ভাঙা সাপ
      হিম-ভরা মাঠ ফিরে আসে
      যতবার পরাগ ফুরায়



বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।