ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সরোজ মোস্তফার জোড়া কবিতা

বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
সরোজ মোস্তফার জোড়া কবিতা

নীল মনিটরে
___________________________________

মুড়ি ছিটানো মেঝেতে কাঠ গোলাপের অপরাহ্ণ। বাবাকে একটা লাঠি কিনে দিব।

নুয়ে নুয়ে তিনি দেখবেন আমি যাচ্ছি রূপমৃত্তিকার নদী অববাহিকায়। আমার শাড়ি গহনা নেই। আছে, সরিষা ফুলের ঢেউ। আছে, কাপতানি টুপির মিহি মিউজিক্যাল দিবস। আসা যাওয়ার পথে ওয়ান্ডারফুল মেহগনি স্পাই গল্প করে। লাশ নিখোঁজের গল্পে ঘাসের আড়ালে জেগে উঠে মুখ। আসা যাওয়ার পথে সর্পের সবুজ টাউজার রেখে দেয় ভয়।
স্টেশনের কাছে লাল ওয়াগনে কারা যেন সালামের দেহতত্ত্ব গায়। নরম পল্লীর বায়নায় সালাম হয়ত দূরে বেহালা নামের সহোদরে। অন্ত্যমিল না দেওয়ার সাহসে বিকাল দেখছি। আইসক্রিম বক্সের ভেতরে হিম হয়ে থাকে আসা যাওয়ার চড়ুই।


নীল মনিটরে ২
___________________________________

      নীল মনিটরে দেখা যাচ্ছে
      জন্ম একটা
      কালারফুল রোদন।
      পুরুষের মানিব্যাগে রঙ আবশ্যক।
      মেলার মাঠের বাল্যশিক্ষা বলে, ঢাকনা খোলার পর হর্ষ।
      লম্ফে লম্ফে ছেড়ি তিনডা ও টাকার ঝলক।
      দরদী ছেড়িকে পেতে জুয়া কুণ্ডুলিতে লম্ফ দেয় নীলাভ পুরুষ।
      বেলা শেষে জামার সুবাস।



বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।