ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে সেলিম আল দীনের জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
ফেনীতে সেলিম আল দীনের জন্মবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: রবীন্দ্র-উত্তরকালে বাংলা নাটকের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের নিজ জেলা ফেনীতে নানান আয়োজনে তার ৬৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দিনটি উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করে ফেনী থেকে প্রকাশিত শিল্প সাহিত্যের ত্রৈমাসিক পত্রিকা ভাটিয়াল।



রাত ৮টায় শহরের ট্রাংক রোডে পত্রিকা কার্যালয় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলা মুদ্রন শিল্প সমিতির সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী।
 
ভাটিয়াল সম্পাদক আলমগীর মাসুদের সভাপতিত্বে ও  সহ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক শাহজালাল রতন, সাংবাদিক ফিরোজ আলম, নজির আহম্মদ রতন, দিদারুল আলম, কবি মনজুর তাজিম, শাবিহ মাহমুদ, খালেদ রাহী, ভাটিয়ালের উপদেষ্টা সম্পাদক ডা. ফখরুল হাসান প্রমুখ।
 
বক্তারা বলেন, সেলিম আল দীনকে জানতে হলে তার সৃষ্টিকে গভীর মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। তিনি  শুধু ফেনীর ছেলে নয় তিনি গোটা দেশ ও বিশ্ব বাঙালির।

১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন নাট্যাচার্য সেলিম আল দীন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।