ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | মাহবুবুল হক শাকিল

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
জোড়া কবিতা | মাহবুবুল হক শাকিল

ভুলে ভরা গল্প
(সৈয়দ মনজুরুল ইসলামকে)

এখনো পানশালার বদ্ধ দরোজায় কড়া নাড়ে
মরে যাওয়া প্রেম, পূর্ণিমার স্নান, প্রার্থনার গান,
উপাসনা জুড়ে থাকা কপট কলরব,
আঁধারে রক্ত ছড়ায় না ধর্ম বা ভেদের
তীক্ষ্ণধার তরবারি।

মাটির সানকি মানেই ছুঁয়ে যাওয়া প্রেম, দেশ
কিংবা প্রবাস, বাল্যস্মৃতির জানালা।


এক টুকরো লেবু, কাঁচা লংকার সবুজ,
ভাইয়ের ভালোবাসার মতো পাতের পাশে
একদলা সাদা নুন।

কান্না মানেই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
রক্ত মানেই ললিত হাজং, সুসং দুর্গাপুর, স্বপ্নের
তেভাগা।

বেঁচে থাকা মানে সবুজ দুর্বাঘাস, এক চিলতে ভুলে
ভরা চাঁদ নগর নীলিমায় আমারি পতাকা ওড়ায়।


নষ্ট পদ্য

ভালো হতে টুপি লাগে নিদেনপক্ষে
অথবা কপাল জুড়ে রক্ত তিলক।
কণ্ঠ জড়ানো মালা, ক্রুশবিদ্ধ যীশু,
মহানির্বাণের বুদ্ধ, বোধিবৃক্ষের ছায়া।

নষ্ট হতে তেমন কিছুই লাগতে নেই, শুধু
চোখ গড়ানো জল মেশানো সামান্য মদ্য,
অভিমানের পেয়ালায় অকবির অচল পদ্য,
তেমন কিছুই আর নেই প্রয়োজন, সাথে যদি
থাকে পচে যাওয়া শামুক, ভেঙ্গে যাওয়া মন।



বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।