ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহিত্যে বিশেষ অবদান রাখায় ১৮ গুণীব্যক্তিকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সাহিত্যে বিশেষ অবদান রাখায় ১৮ গুণীব্যক্তিকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গল্প, কবিতা, উপন্যাস, সাংবাদিকতা, প্রবন্ধ, গবেষণা, ছড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যে বিশেষ অবদান রাখায় ১৮ গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কামাল লোহানী তাদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।



যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- কবিতায় মরণোত্তর শামসুর রাহমান, উপন্যাসে সেলিনা হোসেন, কলামে কামাল লোহানী, সাংবাদিকতায় মরণোত্তর তফাজ্জল হোসেন মানিক মিয়া, কবিতায় কবি মোশাররফ হোসেন ভূইয়া, ছোটগল্পে মাহমুদ কামাল, বড়গল্পে ফারাহ হাসান, শিশু সাহিত্যে নাজমা বেগম নাজু, ছড়ায় আনয়ারুল কবির বুলু, প্রবন্ধে ইরফান চৌধুরী, গবেষণা প্রবন্ধে থিওফিল নকরেক, প্রচ্ছদে ধ্রুব এষ, প্রকাশনায় অনন্যা।

এছাড়াও বিভাগীয় পুরস্কার প্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী মিয়া, আলম তারেক, ফাদার অমিয় মিস্ত্রী, কমান্ডার খন্দকার ফেরদৌস রঞ্জু, শেখ আব্দুস সালাম এবং উৎসাহ পুরস্কার পেয়েছেন বাংলানিউজ২৪.কম’র মীম নোশিন নাওয়াল খান।

একই অনুষ্ঠানে লেখাপ্রকাশ প্রকাশনীর তিনটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন।

সাবেক সচিব শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নটরডেম কলেজের ভিসি প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বার্তা পরিচালক কবি নাসির আহমেদ ও কবি আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা , নভেম্বর ২১, ২০১৫
এমআইকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।