ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে মঞ্চস্থ হয়েছে ‘জীবনের ভাগ্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ফেনীতে মঞ্চস্থ হয়েছে ‘জীবনের ভাগ্য’

ফেনী: ফেনীতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘জীবনের ভাগ্য’৷ সুশান্ত হালদারের রচনা ও নাসির উদ্দিন সাইমুমের নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বুধবার রাতে ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি অনুষ্ঠিত হয়।

নাটকটি রচিত হয়েছে বাংলাদেশের গ্রামীণ লোকজ প্রেক্ষাপটে৷ শুটকি পেশার সাথে জড়িত দাদু চিত্ত বিশ্বাসের যৌবনের বর্ণিল দুরন্তপনার বিপরীতে বৃদ্ধ বয়সে সমাজ ও পরিবারের কাছ থেকে পাওয়া লাঞ্ছনা—শেষাবধি দর্শক-পাঠকদের সামনে তা জীবনবোধের এক নতুন বিচার বিশ্লেষণের পথ তৈরি করে।



নাটকের ভাষারীতি স্থানীয় বা আঞ্চলিক তবে বর্ণনার ক্ষেত্রে প্রমিত চলিত বাংলা ভাষা ব্যবহারের চেষ্টা করা হয়েছে৷ নাটকে অভিনয় করেছেন জেলা শিল্পকলা একাডেমির ‘রেপটারী’ নাট্যদলের একদল অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।