ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কলকাতায় এম এ তাহেরের আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কলকাতায় এম এ তাহেরের আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: ভারতের কলকাতায় শুরু হচ্ছে প্রখ্যাত আলোকচিত্র শিল্পী এম এ তাহেরের আট দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে পরের বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পর্যন্ত কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার কৃপা স্মরণ হলে ‘বৌদ্ধধর্ম এবং ভারত ও বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়’ শীর্ষক এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



বিখ্যাত বৌদ্ধ মণিষী ড. বি এম বড়ুয়ার ১২৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক ধীরাজ চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, সাহিত্যিক সমরেশ মজুমদার এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।