ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

সেলিম আল দীন | শিমুল সালাহ্উদ্দিনের কবিতা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সেলিম আল দীন | শিমুল সালাহ্উদ্দিনের কবিতা

সেলিম আল দীন

এইভাবে ডুবে যায় সূর্য
চাঁদ পেরোয় অজস্র হাতহদাইয়ের হাট
বুকপোড়া স্বপ্নে আচ্ছাদন গাড়ে সদা
জীবনজীবিকা বিবমিষা চাকা

এইভাবে সমুত্থিত পাহাড়টিলা
নেমে আসে বিরান জলায়
পাশে তুলে রাখে কিত্তনখোলা কেরামতমঙ্গল
হরগজ ধ্বস্ত বাংলাদেশ

এইভাবে ফাঁকি দিয়ে ফাঁকা হয়ে যায়
অমৃতনগরী; শীতলাগা সারসের ভূমি
পাতাঝরা সকালের হাড়ে লাগা সমীর
মুক্তমঞ্চের সবগুলো সিঁড়ি

পিতাহীন প্রীতিহীন শিশিরসকাল
ফিরে ফিরে আসে প্রতিভাত প্রতিভাস
নিমজ্জন; এক মঞ্চ অনেক আকাশ


অবিভাজ্য মুখোশে
ভোরবেলা। কে আর মেরেছে লাথি, আমার দরজায়?
(সেলিম আল দীন— শিল্পোত্তোর্ণেষু)

ঘোলাটে মেঘলা কালো তীর
অস্পষ্ট নদীর; তবু দূর
তির্যক রৌদ্রের স্বর্ণভোর
গীতভাঙা কালিন্দীর বুক
দেবদারু পাতাখসা জোঁক

ঠিকানাবিহীন স্বর্ণকুচি
হিরে; তীর রেখা ঘিরে
কী একত্র কলকথারব
ছায়া আজ ডেকে নিয়ে গেছে
ভোরের বাতাসে চলাচল
নখলার অধর কেরামত;

কে ফেরাবে সোনার স্বপ্নজ
শিল্পদিন; ভাঙনের কৃষ্ণদিন
কূটকৃষ্ণগহবর থেকে?

‘স্মৃতি এক শবযাত্রা’ এই
সত্য জেনে; মৃত্যু ললাটেই
বুকফাঁটা আহাজারি আর
আমাদের মিলিত যাত্রার
কতশত ততকথা পদ
মনে পড়ে মনে পড়ে তাঁর
অমল কান্নার শিল্পভার...

“কত ছাওয়াল মাতৃহারা পইড়া পথের পাশে
চিক্কুরিয়া উইঠা মরে জলের তিয়াসে ॥” 



বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।