ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি কায়সুল হক আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
কবি কায়সুল হক আর নেই

ঢাকা: কবি কায়সুল হক (৮৩) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর গুলশানের উপশম হেলথ পয়েন্ট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।



কায়সুল হকের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে হৃদরোগের কারণে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তার ছেলে বড় ছেলে রবিউল হক জানান, একটু সুস্থ হওয়ার পর কায়সুল হক বাসায় ফিরে আসেন। কিন্তু বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

কবির মরদেহ মিরপুর-১৪ নম্বরের ইব্রাহিমপুরের বাসায় রাখা হয়েছে। শনিবার এশার নামাজের পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হতে পারে বলে জানান রবিউল।

কায়সুল হকের জন্ম ১৯৩৩ সালের ২৯ মার্চ ভারতের পশ্চিমবাংলার মালদায়। তিনি ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ৫ ফেব্রুয়ারি তার স্ত্রীও মারা যান।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/আপডেটেড ১৩২২
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।