ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

নারীর ক্ষমতায়ন উদযাপনে চিত্র-ভাস্কর্য প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
নারীর ক্ষমতায়ন উদযাপনে চিত্র-ভাস্কর্য প্রদর্শনী ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেঙ্গল আর্ট লাউঞ্জ (গুলশান-১) থেকে: নারীর ক্ষমতায়ন উদযাপনের লক্ষ্যে শুরু হয়েছে ‘উইংস অব হোপ’ শীর্ষক চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশান-১ সার্কেলে বেঙ্গল আর্ট লাউঞ্জে চারদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।


 
আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের তিন বছর পূর্ণ হওয়ার দিন প্রদর্শনীটি সমাপ্ত হবে। দিনটি স্মরণে তিনটি নরডিক দেশ- ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন, অংশীদারিভিত্তিতে এ চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের নারী চিত্রশিল্পীদের সংগঠন ‘সাকো’, মীনা ই.ভি, আর্য চলচ্চিত্র ফাউন্ডেশন ও ফ্যাশন রেভল্যুশনের সঙ্গে।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন তিন নরডিক দেশের রাষ্ট্রদূত মেরেট, ইউহান ও হ্যান।

ফজলে হাসান আবেদ বলেন, নারীর ক্ষমতায়ন উদযাপনের জন্য এ উদ্যোগ। সব কাজগুলো নারী শিল্পীদের করা। আর করাও হয়েছে রানা প্লাজা ধস থেকে বেঁচে যাওয়া নারীদের উপর। আসুন আমরা সবাই এ আয়োজনকে স্বাগত জানাই।
সুলতানা কামাল বলেন, এটি দেখে ভালো লাগছে যে বেঁচে যাওয়া নারীরা সেই বিভীষিকা থেকে বেরিয়ে এসেছেন। এ উদ্যোগ নারীর ক্ষমতায়নের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

 
‍আয়োজনের অংশ হিসেবে আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘ট্রু কস্ট’। এ তথ্যচিত্রের বিষয়, বিশ্বে মানবজাতির উপর ফ্যাশনের প্রভাব।
 
এছাড়া ২৪ এপ্রিল একই সময়ে প্রদর্শিত হবে গত ৭ মার্চ দুর্ঘটনায় নিহত চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর গবেষণা ও তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ডেড হ্যান্ড রাইজিং’।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসএনএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।