ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গুলশান ক্লাবের কবিতা সন্ধ্যা ‘বাদল বরিষণে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
গুলশান ক্লাবের কবিতা সন্ধ্যা ‘বাদল বরিষণে’

ঢাকা: রাজধানীর গুলশান ক্লাবে কবিতা সন্ধ্যা ‘বাদল বরিষণে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ক্লাবের গ্রন্থাগার কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হেলাল হাফিজ।

তিনি তরুণ কবিতাপ্রেমীদের উদ্দেশে বলেন, কবিতাকে সন্তানের মতো ভালবাসতে হবে। কবিতা চর্চা ও পাঠের ক্ষেত্রে আমাদের খানিকটা সময় অবশ্যই ব্যয় করতে হবে।

তিনি আরো বলেন, কবিতা চর্চার সূচনায় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
বিত্তবৈভব অর্জনের দিকে পা বাড়াবো না-লেখালেখির মধ্য দিয়েই জীবন কাটাবো। জীবনের এ কঠিন প্রতিজ্ঞা আমি রক্ষা করেছি।

পরে তিনি প্রেম-বিরহ, ভালবাসা ও দ্রোহের কবিতা পাঠ করে উপস্থিত কাব্যপ্রেমীদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট সাখাওয়াত মোহাম্মদ আবুল খায়ের। সূচনা বক্তব্য রাখেন আহ্বায়ক ফরিদা মনি শহিদুল্লাহ।

অনুষ্ঠানের প্রথম পর্বে টেলিভিশনের প্রিয়মুখ শিরীন শিলা উপস্থাপনা করেন। এসময় কবি হেলাল হাফিজের কবিতার ওপর আলোচনাসহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক-সাংবাদিক মাহমুদ হাফিজ।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থাগার কমিটির মেম্বর ইনচার্জ ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত কবিদের উত্তরীয় পরিয়ে পরিয়ে দেওয়া হয়।

গুলশান ক্লাবের প্রেসিডেন্ট সাখাওয়াত মোহাম্মদ্ আবুল খায়ের স্বাগত বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। নিয়মিতভাবে এটি করে যাচ্ছি আমরা। তিনি বলেন, গ্রন্থাগার আধুনিকায়নের জন্যও প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আহবাব আহমদ, সৈয়দ আহমদ আলী আজিজ, সৈয়দ লুৎফুল হক, সৈয়দ আল ফারুক, আ বা ম ছালাহউদ্দিন, মুকুল রায়, অনন্যা পাল, হাসনাত আমজাদ, ইসমত শিল্পী, মাহবুবা ফারুক, রওশন ঝুনু, মুনিরা মিম্মু, সুমি সৈয়দা, জলি ফেরদৌসী, নাহিদা আশরাফী, রুহুল গণি জ্যোতি, সুধীর কৈবর্ত, শায়লা হাফিজ, জেমরিনা হক, কাজী মোহিনী
ইসলাম, আবদুল মান্নান, সোহেল মল্লিক, সেঁজুতি বড়ুয়া, শাহিদা ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।