ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন ডেপুটি স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন ডেপুটি স্পিকার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে ‘নাটাই ছাড়া ঘুড়ি’ ও ‘বাসি ফুলের গান’ নামে কবিতার বই দু’টির মোড়ক উন্মোচন করেছে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া/ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে ‘নাটাই ছাড়া ঘুড়ি’ ও ‘বাসি ফুলের গান’ নামে কবিতার বই দু’টির মোড়ক উন্মোচন করেন তিনি।

দু’টি  বই-ই তার ভাগনি তহসিনা এ্যানির লেখা।

মোড়ক উন্মোচক শেষে ডেপুটি স্পিকার বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। আমাদের গর্বের মাস। আজ যে দু’টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হলো এ বই দু’টি পড়লে গ্রাম বাংলাকে খুঁজে পাওয়া যাবে।

এ সময় তিনি তার ভাগনির জন্য সবার কাছে দোয়া চান, যাতে সে আরও বেশি করে বই লিখতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএইচকে/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।