ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

৩৫ বরেণ্য শিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প শুরু বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
৩৫ বরেণ্য শিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প শুরু বুধবার

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩৫ জন বরেণ্য শিল্পীর অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আর্ট ক্যাম্পে অংশ নেবেন বরেণ্য শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, বিপাশা হায়াত, আব্দুল মান্নান, মো. আজমীর, অলকেশ ঘোষ, জয়ন্ত সরকার, বীরেন সোম, ফারজানা আহমেদ শান্তা, সমিরণ চৌধুরী, দেওয়ান মিজান, আতিয়া ইসলাম এ্যানি, জাহিদ মোস্তফা, অভিজিৎ চৌধুরী, শহিদুজ্জামান, ফরিদা জামান, অধ্যাপক আলপ্তগীন তুষার, রোখসানা সাঈদা (পপি),রফি হক, রেজাউন নবী,অনুকুল মজুমদার, কামাল উদ্দিন, আব্দুস সাত্তার তৌফিক, আফরোজা জামিল(কঙ্কা), নাজমা আক্তার, কাকলী, নাঈমা হক, শিপ্রা বিশ্বাস, সহিদ কাজী, শামসুল আলম আজাদ, নাসিম আহমেদ নাদভী, রণজিৎ দাস, ময়েজ উদ্দিন, প্রদ্যোত কুমার দাস ও আব্দুল মোমেন মিল্টন।

           

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।