ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রগতি লেখক সংঘের উন্মুক্ত সেমিনার শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
প্রগতি লেখক সংঘের উন্মুক্ত সেমিনার শুক্রবার প্রগতি লেখক সংঘ

প্রগতি লেখক সংঘের উদ্যোগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক লেকচার হলে পুনর্মিলনী ও উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। 

সেমিনারে ‘রুশ সাহিত্য’ নিয়ে আলোচনা করবেন লেখক, সাংবাদিক, শিক্ষক মনজুরুল হক। এছাড়া ‘বিশ্বায়নের অর্থনীতি ও মার্কসবাদ’ বিষয়ে আলোচনা করবেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও অধ্যাপক হায়দার আলী খান।

 

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, লেখক সংশ্লিষ্ট বন্ধুপ্রতীম সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া পিনু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত টিপু আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসএনএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।