ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার শিল্পকলায় পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
শুক্রবার শিল্পকলায় পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’ শুক্রবার শিল্পকলায় পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’

পদাতিক নাট্যদল ফের মঞ্চায়ন করছে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

বৃহত্তর খুলনা অঞ্চলের একটি জনপ্রিয় লোককাহিনী অবলম্বনে নির্মিত নাটকটি। এর কাহিনী সংগ্রহ, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।

এতে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড।

পাইচো নামে একজন চিত্তাকর্ষক ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনী। গ্রামের সবাই তাকে চোর বলে চেনে। অথচ পাইচো তার রহস্যজনক কার্যকলাপের মধ্য দিয়ে মানুষকে যাদু করে।

লোকজ নাটকটি দেশীয় ঢঙে গল্পের ভঙ্গিতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করছেন কুশীলবরা। লোক কাহিনীর সারাংশ অনুসরণ করে পালাগানের মতো করে নির্মাণ করা হয়েছে পাইচো চোরের কাহিনী। যেখানে সুর ও নৃত্যের মধ্য দিয়ে পাইচো নিজেই বর্ণনা করবেন তার বিভিন্ন গল্প।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।