ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুলতানের ৯৩তম জন্ম বার্ষিকীতে নানা কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
সুলতানের ৯৩তম জন্ম বার্ষিকীতে নানা কর্মসূচি সুলতানের ৯৩তম জন্ম বার্ষিকীতে নানা কর্মসূচি

নড়াইল: নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে প্রথমে শিল্পীর মাজারে ফুল দেয়া হয়, পরে মাজার জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা হয়। সব শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিশু অংশ নেয়।  চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিশু অংশ নেয়।

সুলতান কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।  

এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।