ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

১০টি অণুকবিতা | সোহরাব সুমন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
 ১০টি অণুকবিতা | সোহরাব সুমন ১০টি অণুকবিতা | সোহরাব সুমন

১.

চুপথাকে

ভালোবাসা চুপথাকে

না পাওয়ার নির্বাকে

 কিছু কি বলার থাকে?

         চুপ থাকে!

            বলার যখন কিছু নেই

ফেরাবার বৃথা চেষ্টাতেই

   তুমি যে ছাড়িয়ে নিলে হাত

পাশাপাশি বসে থেকে থেকে...

২.

মন বোঝো না

  ডাকো শরীরের টানে

       দেহ কি মনের মতো

               ও-তো যাদু জানে

৩.

গহীনে শব্দেরে রেখে বলি কার কথা

 নৈঃশব্দ্যেরা কি বোঝে

              নীরব মনের

                          ভাষা

৪.

ফিরে যাবে আকাশের মেঘ

বাতাস ফেরারি হবে

            ছিঁড়ে গেলে

   আমার আবেগ

৫.

                 কথা নেই দেয়া

তবে আর কথা রাখা কেনো

              ভ্রমর চলেছে ভেসে

                     বাতাস কি জানো

৬.

তাইতো এই রাত জাগা

ভালোবাসা ছুঁতে চাই তোমার গভীর

ছন্দে ছন্দে কবিতায় বোধের এই ভিড়

অথবা ছন্দহীন পতিত গদ্যে

যখন ভীষণ একাকী

৭.

আমার সঙ্গে যা ঘটে তা ঈশ্বরেরই লীলা

নতুবা নচ্ছার কোনো মানুষের শয়তানী!

 

৮.

কবিতা এক দীর্ঘতর ব্যথা

গভীর গভীর সীমাহীন...

তোমার নাকের ডান পাশের মায়াবী ওই

হালকা বাদামি সরু ছোপের মতোই

কোনো এক জন্মদাগের আবছায়া অনেক নিবিড়

আর দু-হাতের তালুর কিনারায় জমাট ঘন নীল...

৯.

যা বোঝার তা বুঝে নেবার পরও...

 (উৎসর্গ)

১০.

অথচ ভুলের মাঝে তার সব বিস্মৃতিতে ঢাকা

তবু দেখি সেই স্মৃতি আজো এক জন্মদাগে আঁকা

অনেক নিবিড় কোনো ঘুমভাঙা রাতে সে আমার

হয় না তো, ডাকে না তো কাছে সেই অমরাবতীরে

স্বর্গ অনেক দূরে তার কাছে, মানুষের পাশে তবে রয়

যখন মন সেই মনের কাছে শুধু সেই কথা কয়,

সেই সব কথা যাতে সুখ খুঁজে পুড়ে যায় অনেক

অবোধ হৃদয়, তারপর খুঁজে ফিরে এমন আশ্রয়

যার তরে অন্ধ প্রণয় প্রতিদিন তার আর

আগামীর কাছে সেই রাখে প্রত্যয় মানুষের

মুখোমুখি হতে, আমাদের সমাজের বন্ধ পাতাতে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।